বিয়েবহির্ভূত যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে চিহ্নিত করে ইন্দোনেশিয়ায় নতুন আইন পাস করা হয়েছে।
মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ আইন পাস হয়।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ইন্দোনেশিয়ায় বসবাসরত বিদেশি, পর্যটকদের জন্যও নতুন আইন প্রযোজ্য। এ আইন অনুযায়ী, ধর্ম ত্যাগ ছাড়া বিয়ের আগে যৌন সম্পর্ক নিষিদ্ধ।
প্রেসিডেন্টকে অপমান বা জাতীয় আদর্শের বিপরীত মতামত প্রকাশের জন্য শাস্তির কথাও বলা হয়েছে আইনে।
এ বিষয়ে ইন্দোনেশিয়ার আইন প্রণেতা বামবাং উরিয়ান্তো বলেন, ‘খসড়াকে আইনে পরিণত করতে সবাই রাজি হয়েছে। এর আগের আইনটি ছিল ডাচ আমলের। এটি এখন আর প্রাসঙ্গিক নয়।’
ধর্ম অবমাননাসংক্রান্ত নতুন এ আইনে অভিযুক্তের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে তৈরি এ আইনের খসড়া ইন্দোনেশিয়ার পার্লামেন্টে প্রথম উত্থাপন হয় ২০১৯ সালে। ওই বছর এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ হয়।
ইন্দোনেশিয়ার বিরোধী দলগুলো বলছে, আইনটি সমাজকে পিছিয়ে দেয়ার পাশাপাশি বাকস্বাধীনতা নিয়ন্ত্রণ করবে।