মালদ্বীপে যুবদলের উদ্যোগে তারেক রহমান’র ৫৮তম জন্মদিন উদযাপন

0
471

মালদ্বীপ প্রতিনিধি ঃ- গতকাল সোমবার (২১ নভেম্বর) বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান, তৃণমূলের প্রাণ পুরুষ আজকের প্রজন্মের দিকনিদের্শক তারেক রহমানের ৫৮ তম জন্মদিন পালিত হয় মালদ্বীপের রাজধানী তান্দুরি রেস্টুরেন্ট স্থানীয় সময় রাত ১১ টায়।পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন, মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. সোহেল বিন রাজ্জাক এর সঞ্চালনায়, মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত বিএনপি মালদ্বীপ শাখার সহ-প্রচার সম্পাদক মো. হালিম ভুঁইয়া, প্রস্তাবিত যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আল আমিন, সহ-সভাপতি রমজান আলী, সহ-সভাপতি মিজান আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাহের, কাইয়ুম শিকদার, মাসুম মুন্না, সাদেকখান রমজান আলী, রিয়াদ হোসেন,রাকিবুল ইসলাম , সুমন মাহমুদ, সুমন প্রধান, হাফেজ নোমান, আল হাসান, সুমন সরকার

উল্লেখ্য জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। পরিশেষ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে জিয়া পরিবারসহ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির প্রত্যাশায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোঃ তাজুল ইসলাম। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।