চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু

0
432
চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু

নের হেনান প্রদেশের আনইয়াং শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু হয়েছে। রাসায়নিক ও অন্যান্য শিল্প পণ্য ব্যবসার সঙ্গে জড়িত একটি কোম্পানিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে এ ধরনের বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শহরের কর্তৃপক্ষ মঙ্গলবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই আগুন লাগে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।