মালদ্বীপ প্রতিনিধি : গতকাল রবিবার (২০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদিব শাখার উদ্যোগে রাজধানী স্টার হোটেলে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা কেক কাঁটা অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম এর সঞ্চালনায় মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ নেহের রানা মিয়া, সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন, মোঃ শাহআলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ আলতাফ হোসেন, মোঃ জসিম উদদীন, মোঃ আলমগীর হোসেন, মোঃ বিল্লাহ বেপারী, মোঃ ফারুক হোসেন। সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান শাহাজী প্রমূখ।
আলোচনা সভা শেষ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে জিয়া পরিবারসহ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির প্রত্যাশায় দোয়া ও মোনাজাত করেন হাফেজ মোঃ মাসুম বিল্লাহ। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।