শোক দিবস উপলক্ষে মালদ্বীপ আওয়ামী লীগের আলোচনা সভা

0
423
শোক দিবস উপলক্ষে মালদ্বীপ আওয়ামী লীগের আলোচনা সভা

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালদ্বীপ আওয়ামী লীগ।

রাজধানী মালে সি বিলিংয়ের হল রুমে শুক্রবার (২৬ আগস্ট) এই দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরে আলম রিন্টুর সঞ্চালনায়, দুলাল মাতবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিনাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হাইকমিশনের দ্বিতীয় সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া, মালদ্বীপ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা ব্যবসায়ী মজিবুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আগস্টে ১৬ জনকে হত্যা করে ক্ষান্ত হননি একুশে আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে।

শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সহ সভাপতি শাহা জালাল শিকদার, সহ অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ হাইকমিশন অফিসের প্রশাসনিক কমকর্তা আব্দুস সালাম, মো. ইবাদ উল্লাহ, কল্যাণ কন্সুলার সহকারী ময়নাল হোসেন, জসিম উদ্দিন, মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.কে.আর. কামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি হাজি সাদেক, সহ সভাপতি মনির হোসেন, সহ সভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, উপ প্রচার সম্পাদক এনামুল হক জাকির,  উপ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, হুলোমালে আওয়ামীলীগের নেতা মো: শাহজাহান প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন এন বি এল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রা. লি. এর সিইও মো. মাসুদুর রহমান, এন বি এল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রা. লি. এর ডিরেক্টর মো. হান্নান খান কবির, ফোর এল প্রা. লি. এর পরিচলক ও ব্যাবসায়ী মো. হাদিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ব্যাংকের মালদ্বীপ প্রতিনিধি মাসুম বিল্লাহ, মালদ্বীপ প্রবাসী সোশ্যাল এর সভাপতি জাকির হোসেন, মালদ্বীপ আওয়ামী যুবলীগ ও মালদ্বীপ আওয়ামী লীগের অন্যান্য নেতারা।