‘পাকিস্তানের তিন ভাগের এক ভাগ পানির নিচে’

0
624
‘পাকিস্তানের তিন ভাগের এক ভাগ পানির নিচে’

ভয়াবহ বন্যায় দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ পাকিস্তানের তিন ভাগের এক ভাগ সম্পূর্ণ তলিয়ে গেছে।

পাকিস্তানের জলবায়ু মন্ত্রী শেরি রেহমানের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি।

আকস্মিক ভয়াবহ বন্যায় রাস্তা, বাড়িঘর ও কৃষকের ফসল ভেসে গেছে- পুরো পাকিস্তান মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি।

শেরি রেহমান বলেন, ‘এটি (পাকিস্তান) একটি বিশাল সমুদ্র, পানি পাম্প করার মতো কোনো শুষ্ক জমি নেই। এই মুহূর্তে পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে। অতীতে আমরা যা দেখেছি (বন্যা পরিস্থিতি) তার সব কিছুই ছাড়িয়ে গেছে। আমরা এমন কিছুই দেখিনি।’

তার মতে, এটি একটি ভিন্নমাত্রার অকল্পনীয় সংকট।

গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। লক্ষাধিক বাড়ি ধ্বংস হয়ে গেছে।

জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশটিতে অন্তত ১ হাজার ১৩৬ জন বন্যার কারণে মারা গেছেন। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৫ জন।