মালদ্বীপের পরিবহন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

0
635
মালদ্বীপের পরিবহন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ দেশটির পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মিজ আয়শাথ নাহুলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার ওই মন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। কর্মক্ষেত্রে বাংলাদেশি প্রবাসীদের হয়রানি বন্ধের আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনার।

উভয় দেশের মধ্যে মালবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলের উদ্যোগ গ্রহণের বিষয়ে তারা একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।