দেশে ফেরা হলো না রেমিটেন্স যোদ্ধা মাহবুবুলের

0
670
দেশে ফেরা হলো না রেমিটেন্স যোদ্ধা মাহবুবুলের

সৌদি আরবে মসজিদের মিনারে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে মাহবুবুল আলম (৪২) নামে এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা নিহত হয়েছেন।

সোমবার সকালে দেশটির আসির প্রদেশের আননামাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহবুবুল আলম চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নেয়াজরটেক এলাকার রুনু তালুকদারপাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মাহবুবুল সৌদি আরবের আসির প্রদেশের আননামাস এলাকায় থাকতেন। সেখানে বিল্ডিংয়ে রংয়ের কাজ করতেন। সোমবার মসজিদের মিনারে কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের বড় ছেলে মোহাম্মদ আনাস বলেন, আমার বাবা আগামী মাসে দেশে আসতে চেয়েছিলেন। কেনাকাটাও করে রেখেছিলেন। আমার ফুফাতো ভাই সোমবার দুপুর ২টায় বাবার দুর্ঘটনার খবর দেন।