অসুস্থ আহাম্মদ আলীকে বিমানের টিকিট দিলেন মালদ্বীপ হাইকমিশন

0
711
অসুস্থ আহাম্মদ আলীকে বিমানের টিকিট দিলেন মালদ্বীপ হাইকমিশন

মালদ্বীপ প্রতিনিধি:  অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী আহাম্মদ আলীকে একজন এটেনডেন্ট সহ দেশে ফিরে যাওয়ার জন্য  আজ রবিবার (১৭ জুলাই) দুইটি বিমানের টিকিট দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের হাইকমিশনার রিয়ার  অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ গুরুতর অসুস্থ আইয়ূব নবী সকালবেলা তার অফিসে বিমানের টিকেট হস্তান্তর করেন ।

এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের দ্বিতীয় সচিব জনাব মিজানুর রহমান ভুঁইয়া ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান । আহাম্মদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে প্যারালাইজড অবস্থায় মালদ্বীপের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  চিকিৎসকের পরামর্শে অসুস্থ আইযূব আলীকে বাংলাদেশে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার প্রত্যাশায় তাকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত ।

এছাড়া ও আহাম্মদ আলী অসুস্থার মাঝে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন, মালদ্বীপ রেডক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক  মো: কামাল হোসেন ।  অবৈধভাবে দৈনিক কাজে নিয়োজিত মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী কর্মী আহাম্মদ আলীকে আগামী ২৪ জুলাই ২০২২ তারিখে মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে  বাংলাদেশে ফিরে যাবেন।