অসুস্থ আইয়ূব নবীকে বিমানের টিকিট দিলেন মালদ্বীপ হাইকমিশন

0
606

মালদ্বীপ প্রতিনিধি: অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী আইয়ূব নবী কে দেশে ফিরে যাওয়ার জন্য আজ রবিবার (১৭ জুলাই) বিমানের টিকিট দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ গুরুতর অসুস্থ আইয়ূব নবী সকালবেলা তার অফিসে বিমানের টিকেট হস্তান্তর করেন ।

এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আল মামুন পাঠান। আইয়ূব নবী দীর্ঘদিন যাবত কিডনীজনিত রোগে মালদ্বীপের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকের পরামর্শে অসুস্থ আইযূব আলীকে বাংলাদেশে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার প্রত্যাশায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-(Wage Earners’ Welfare Board) তবিল থেকে তাকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত হয়।

অবৈধভাবে দৈনিক কাজে নিয়োজিত মালদ্বীপ প্রবাসী আইয়ূব নবী রাজবাড়ি জেলার পাংকসা থানার চরজিকুড়ি গ্রামের মো: মাজেদ প্রমানীকের বড় ছেলে । তিনি ৫ বছর মালদ্বীপে বসবাস করেন বিগত ৬/৭ মাস পূর্বে হৎাত অসুস্থ হয়ে পরেন। আইয়ূব নবী আগামী রবিবার (২৪জুলাই) মাতৃভূমিতে যাবেন বলে জানান। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান হাইকমিশনারকে।