মালদ্বীপের কারাগারে বন্দি প্রবাসীদের সাথে সাক্ষাত করেন রাষ্ট্রদূত

0
738

 মালদ্বীপ: মালদ্বীপের কারাগারে বন্দি প্রবাসীদের সাথে সাক্ষাত করে বাংলাদেশিদের খোজঁখবর নিলেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার। আজ মঙ্গলবার (১৪জুন) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ মালদ্বীপের রাজধানী মালের প্রিজন ভিজিট করেন। তিনি উক্ত জেলে বন্দি থাকা ১৭জন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সাথে সাক্ষাত করেন ও তাদের খোঁজখবর নেন।

 

আটক বাংলাদেশীদের জন্য পবিত্র কোরআন শরিফ ও অন্যান্য বই কারা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। সবশেষে মালের জেলের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশি বন্দিদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

এসময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মোঃ সোহেল পারভেজ, কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান ও মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ২৮ জানুয়ারি মালদ্বীপের মাফুসি জেলে অবস্থানরত কারাবন্দি প্রবাসী বাংলাদেশিদের বস্ত্র দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।  মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কাছে বাংলাদেশ দূতাবাস বস্ত্র হস্তান্তর করেন।