সুব্রত সাহা বাবু, বৈরুত (লেবানন থেকে)
নিজ দেশে ফিরতে প্রয়োজন বিমান টিকিটের অর্থ। কিন্তু লেবানন প্রবাসী অসুস্থ রাশেদের হাতে বিমান টিকিটের ৪ শত ডলার নেই। অর্থ যোগাড়ের আগেই শনিবার মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি দিয়েছে রেমিটেন্স যোদ্ধা রাশেদ।
তার বাড়ি বাংলাদেশে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কুমারঘড়িয়া গ্রামে।বাবার নাম আলী আকবর।
বর্তমানে মরদেহ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে।
জানা যায়, ২ সন্তানের জনক হতদরিদ্র রাশেদ পরিবারে স্বচ্ছলতা আনার আশায় দীর্ঘ ৬ বছর আগে ক্লিনিং কোম্পানির ভিসায় লেবানন আসে। আসার ১ বছর পর অবৈধ হয়ে থাকতেন শিয়া এলাকার ভাড়া একটি রুমে।
দীর্ঘ ১ বছর ধরে কিডনি জটিলতায় অসুস্থ রাশেদ বেশিরভাগ সময়ই ছিলেন কর্মহারা। তাছাড়া লেবাননে চলমান অর্থনৈতিক মন্দার শিকার রাশেদ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাও নিতে পারছিলেন না। সিদ্ধান্ত নিয়েছিলেন নিজ দেশে পরিবারের কাছে ফিরতে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থ।
অর্থ সংকটে দেশে ফিরতে বাংলাদেশ দূতাবাসের নাম নিবন্ধন কর্মসূচীতেও নিজের নাম নিবন্ধন করতে পারেন নি রাশেদে। শেষে শনিবার মধ্যরাতে নিজ রুমেই তার মৃত্যু হয়।
রাশেদের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে।