থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের কোয়ারেন্টাইন কেবিনে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) থাইল্যান্ডে অবস্থানরত ছেলে সাদ এরশাদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রওশন এরশাদের অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। এ ছাড়া আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। তাই তাকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) টানা ৮৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডে নেওয়া হয়।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।-ইত্তেফাক