কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বাতিল

0
590
কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বাতিল

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে ছয়তলা একটি ভবন নির্মাণের অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী নুরে আলম গত বছরের ১৯ জুলাই শাহজাহান শিশিরের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন। এ ঘটনায় নুরে আলম বাদী হয়ে কচুয়া থানায় মামলা করেন। ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে শাহজাহান শিশিরকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়। ওই মামলায় শাহজাহান শিশির একই বছরের ২৫ আগস্ট চাঁদপুরে নিম্ন আদালতে জামিন চাইতে গেলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। টানা ৩ মাস ১২ দিন কারাগারে থাকার পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭ ডিসেম্বর জামিনে মুক্তি পান শাহজাহান।

কচুয়া পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহসভাপতি কামাল হোসেন বলেন, এ রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে।  from: https://www.prothomalo.com