ফের হাসপাতালে খালেদা জিয়া

0
1030

ফের হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকালে নিয়মিত ফলোআপ চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে। পরে চিকিৎসকদের পরামর্শক্রমে সন্ধ্যায় তাকে ভর্তি করা হয়। এভারকেয়ার হাসপাতালের ব্লক-বি এর ৭২০৪ নং কেবিনে রেখে চিকিৎসা দেয়া হবে খালেদা জিয়াকে।
বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা দরকার।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক মানবজমিনকে বলেন, ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এ জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।সূত্র: মানবজমিন।