মালদ্বীপে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বাষিকী উদযাপন

0
750
মালদ্বীপে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বাষিকী উদযাপন
আনোয়ার হোসেন রাজু, মালদ্বীপ থেকে: মালদ্বীপে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১১নভেম্বর সোমবার মালদ্বীপের রাজধানী মালের আতামা প্লাজা রেস্টুরেন্টে মালদ্বীপ আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. আল আমিন। মালদ্বীপ আওয়ামী যুবলীগের আহ্বায়ক সেলিম ফরাজীর সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাদবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজালাল শিকদার। মালদ্বীপ আওয়ামীলীগের সদস্য নুরে আলম ভূইয়া।সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। শেখ ফজলুর হক মনি ছিলেন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এ যুবলীগকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। বিভিন্ন সময় দেশের বিভিন্ন সংটকে সমাজকে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছে যুবলীগ।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালদ্বীপ শাখার যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ রাসেল আহমেদ (সাগর), মো. মোস্তফা কামাল জিসান। সদস্য মো: আনোয়ার হোসেন রাজু , মো. জাহিদ হোসেন, মো. ফারুক হোসেন, মো. জাফর, মো. নুরনবী, মো. আনোয়ার হোসেন প্রমুখ।  আলোচনা সভা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।