মালদ্বীপে প্রবাসীদের কর্মক্ষেত্র পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাস

0
447

গত ৪ই নভেম্বর ২০২১মালদ্বীপে প্রবাসী লেভারদের কর্মক্ষেত্র পরিদর্শন করেন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার জনাব মোহাম্মদ নাজমুল হাসান। তিনি Ensis Fisheries নামে একটি কম্পানীর হুলহুমালে ফ্যাক্টরি পরিদর্শন করেন। Ensis Fisheries কম্পানীতের শতশত বাংলাদেশী প্রবাসী কাজ করেন। এ সময় তিনি উক্ত ফ্যাক্টরিতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের সাথে কথা বলেন ও তাদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ নেন। এছাড়া তিনি উক্ত ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাগনের সাথে বৈঠক করেন। পরিদর্শনকালে মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী উপস্থিত ছিলেন।

Ensis Fisheries কম্পানীর এক কর্মী বলেন, এই প্রথম কোন দেশের দূতাবাস, কর্মীদের খোঁজখবর নেয়ার জন্য পরিদর্শন করেছেন।