অর্ধেক ডোবা ফেরি থেকে কার্গো ভাসছে পদ্মায় প্রশাসনের নেই কোনো তৎপরতা

0
790

রাজবাড়ীর দৌলত‌দিয়া পাটু‌রিয়া নৌরু‌টে ১৪টি ট্রাক ও কাভার্ডভ‌্যান নি‌য়ে ডু‌বে যায় আমানত শাহ না‌মে এক‌টি রো রো ফে‌রি। আজ সকাল পৌ‌নে ১০টার দি‌কে মা‌নিকগ‌ঞ্জের ৫নং পাটু‌রিয়া ফে‌রিঘা‌টের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। ফে‌রি ডু‌বির সময় তিনটি যানবাহন পল্টু‌নের ওপর উঠ‌লেও বাকি ১৪টি যানবাহন পদ্মায় ডু‌বে গে‌ছে।

পাটু‌রিয়া ফে‌রিঘাট এলাকায় দেখা যায়, নদীর ম‌ধ্যে বেশ ক‌য়েক‌টি কাভার্ডভ‌্যান ভাস‌ছে। এগু‌লো উদ্ধা‌রে প্রশাস‌নের কোনো তৎপরতা চো‌খে প‌ড়ে‌নি। স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, দে‌শে প্রথম ফে‌রি ডোবার ঘটনা ঘট‌লো। কিভা‌বে উদ্ধার অ‌ভিযান প‌রিচালনা কর‌বে সেই ব‌্যাপা‌রে হিম‌সিম খা‌চ্ছে প্রশাসনসহ বিআইড‌ব্লিউ‌টিএ কর্তৃপক্ষ। দুর্ঘটনাস্থ‌লে এ‌সে পৌঁছে‌ছে উদ্ধারকারী জাহাজ হামজা। এ ঘটনায় কোন প্রাণহা‌নী হ‌য়ে‌ছে কিনা সেটা নি‌শ্চিত ক‌রে বল‌তে পা‌রে‌নি কোনো কর্তৃপক্ষ।

দুর্ঘটনার সময় ওই ফে‌রি‌তে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক কা‌ভার্ডভান চাল‌ক ব‌লেন, কি কারণে এই দুর্ঘটনা তা বলা মুস‌কিল। ত‌বে দৌলত‌দিয়া থে‌কে ছে‌ড়ে আসার সময় ফে‌রি‌তে কোনো ত্রু‌টি ছি‌লো না। সম্ভবত ৫নং ফেরিঘা‌টের কা‌ছে ডুবোচ‌রের ধাক্কার কার‌ণেই ফে‌রি ডু‌বির ঘটনা ঘট‌তে পা‌রে। তি‌নি ব‌লেন, আমার ধারণা বেশ ক‌য়েকজ‌নের প্রাণহানীর ঘটনা ঘট‌তে পা‌রে।

মা‌নিকগ‌ঞ্জের ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপ প‌রিচালক মো শ‌রিফুল ইসলাম ব‌লেন, আমরা উদ্ধারকাজ শুরু ক‌রে‌ছি। দুর্ঘটনায় কোন প্রাণহানী হ‌য়ে‌ছে ব‌লে ম‌নে হ‌চ্ছে না। ত‌বে আমরা উদ্ধার অ‌ভিযান চা‌লি‌য়ে চা‌চ্ছি।

দুর্ঘটনার পর দৌলত‌দিয়া পাটু‌রিয়া নৌরু‌টে ফেরি চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে। বর্তমা‌নে এ নৌরু‌টে ১৮টি ফে‌রি চলাচল কর‌ছে।