সুবর্ণচরে নেতৃবৃন্দের আগমন উপলক্ষে ফুল হাতে হাজারও মানুষের ঢল

নোয়াখালী প্রতিনিধি

0
728

আজ বিকালে সুবর্ণচর উপজেলা পরিষদ মাঠে নোয়াখালী জেলা আওয়ামীগের নেতৃবৃন্দের শুভ আগমন উপলক্ষে শত ফুলের তোড়া হাতে নিয়ে হাজার হাজার মানুয়ের ঢল নামে। উপজেলা পরিষদ ময়দান মূহুর্তের মধ্যে নেতৃবৃন্দের গণসংবর্ধনায় পরিনত হয়। নেতাদের আগমনকে ঘিরে যেন নতুন করে জেগেছে সুবর্ণচর আ.লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন।

উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহন করেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রিয় আস্থা ভাজন নোয়াখালী জেলা আ.লীগের আহবায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম, বিশেষ অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহন করেন জেলা আ.লীগের ১নং আহবায়ক সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন ও জেলা আ.লীগের আহবায়ক, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

গণসংবর্ধনায় সুবর্ণচরের ঐতিহ্যবাহী ২ নং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনে ও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আকবর হোসেন শাহনাজের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে হাজার হাজার জনগন সংবর্ধনায় অংশ গ্রহন করে।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে কয়েক হাজার মানুষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহন করে।