পাকিস্তানকে ১৫২ রানের টার্গেট দিল ভারত

অনলাইন ডেস্ক

0
968

প্রায় ৫ বছর পর আবার বাইশ গজের যুদ্ধে ভারত-পাকিস্তান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে একে অন্যের মুখোমুখি হয়েছে দুই দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ১৫২ রানের টার্গেট দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। রবিবার বিকালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নামে বিরাট কোহলির দল। ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে ভারত।এদিন শুরুতেই পাকিস্তানের পেস বোলার শাহিন আফ্রিদির বোলিং তোপের মুখে পড়ে ভারত। শুরুতেই রোহিত শর্মা ও কেএ রাহুলকে সাজঘরে ফেরান তিনি।

এরপর বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের ব্যাটের ওপর ভর করে ভারত এগিয়ে যেতে থাকে। সবশেষ বিরাট কোহলি ৪৯ বল খেলে ৫৭ রান করে শাহিন আফ্রিদির বলে ক্যাচ আউট হন।