হিলি স্থলবন্দর ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্বাস্থ্যের বিভাগের প্রতিনিধি দল

মোঃ আব্দুল আজিজ, হিলি

0
398

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার কোভিড পরিস্থিতি, ইমিগ্রেশন চেকপোস্টে স্ক্যানার মেশিন ও মেড়িকেল সেন্টার স্থাপন এবং স্ক্যানার পদ্ধিতি আরো জোরদার করতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হিলি স্থলবন্দর, হিলি চেকপোষ্ট, ইমিগ্রেশন পরিদর্শন করেছেন স্বাস্থ্যের বিভাগের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যের অতিরিক্ত সচিব সাইদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিদর্শনে আসেন। এসময় তারা ইমিগ্রেশন চেকপোস্ট, স্থলবন্দর পরিদর্শন করেন।

পরে হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও স্থলবন্দর কর্তৃপক্ষকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি, পাসপোর্ট যাত্রী পারাপারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন স্বাস্থ্যের অতিরিক্ত সচিব সাইদুর রহমান ও স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মীরজাদি সাবরিনা ফ্লোরা।

এসময় আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা সিভিল সার্জন কুদ্দুস আলী, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, হাকিমপুর থানার তদন্ত অফিসার মোস্তাফিজুর রহমানসহ অনেকে।