মালদ্বীপ প্রবাসীদের বিভিন্ন সংগঠনের প্রবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন  

0
853

ওমর ফারুক অনিক,মালদ্বীপ থেকে:  গতকাল শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের চাদিন্দী মাগু জালাল উদ্দিন মসজিদে,  আহলে সুন্নাত ওয়াল জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। মদিনার জামাতের মালদ্বীপ শাখার আহবায়ক, মো: আলআমীন এর সঞ্চালনায়, মাওলানা মোহম্মাদ আবদুল আজিজ সভাপতিত্বে আলোচনা পেশ করেন, মালদ্বীপের স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ শেখ ফজি, মোহাম্মদ ইব্রাহিম হোসাইন, প্রবাসী মাওলানা মোঃ তাজুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ  সালমান, মাওলানা মো: জাকির হোসেন, মাওলানা মোঃ  মহসিন কবির,  হাফেজ মোহাম্মদ  জাকির হোসেন সহ সংগঠন এর সেক্রেটারি মোঃ মাসুম  ও মোঃ সোহাগ । আলোচনা সভা এবং মুসলিম উম্মাহ্ সহ সমগ্র মানবজাতির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

 

অনুষ্ঠানের অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী স্যোসাল ওয়ার্কাস এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: নুরুল আমিন সাইফুল, নীল ধরিয়া শিল্পগোষ্টির সভাপতি সুবর তালুকদার, জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি মো: আব্দুল্লাহ কাদের, ফেনী জেলা উন্নয়ন পরিষদের সভাপতি মো: শহিদুল ইসলাম, আলোকিত চাদপুর প্রবাসী মালদ্বীপের যুগ্নসাধারন সম্পাদক মো: নুরুল ইসলাম, নীল ধরিয়া শিল্পগোষ্টির সাধারন সম্পাদক মো: হাফিজুর রহমান, ব্যাবাসী ইমাম হোসেন, সংগঠক কাজী মোখলেছ, মো: মো: দুলাল মাজভান্ডারী, মো: সজিব, মো: মানিক, মো: রোবেল, মো: ইসরাপিল,  মো: শরিফুর ইসলাম প্রমুখ।