পীরগঞ্জে হামলার ঘটনায় গ্রেফতার ৩৭ আসামি রিমান্ডে

মো. সাইফুল্লাহ খাঁন, রংপুর

0
391

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেফতার ৩৭ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকালে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি খান রিমান্ড মঞ্জুর করেন।

রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্টের সিএসআই পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান গ্রেফতার ৩৭ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে কঠোর পুলিশি পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়।

রিমান্ড মঞ্জুর হওয়া ৩৭ আসামিরা হলেন– ওয়াদুদ আলী, স্বাধীন মিয়া, সেলিম, ইদু মিয়া, রুবেল, ফিরোজ, আব্দুর রহিম, পলাশ, লাভলু, শাকিল আহমেদ, মন্টু মিয়া, আব্দুর রহমান, আবুল কালাম, হাসিবর রহমান, এরশাদুজ্জামান, রাজু, আসাদুজ্জামান, জামিলুর রহমান, সাগর, রাসনুর, মিজানুর রহমান, আল ফজল, রোকন, শাহাজাহান আলী, সাদা মিয়া, মিল্লাত, মোসফেকুর রহমান, মর্তুজা আহমেদ, মাহবুব, শফিকুল ইসলাম, সৈকত, কৈান্দ মিয়া, সালমান শাহ, আসিফ খন্দকার, শাহাজাদা, তারেক ও মোস্তাফিজার রহমান।