এসএফসি (আর্মি) কার্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপিত

নিউজ ডেস্ক

0
416

“শেখ রাসেল দিবস” ২০১৮ এর এবছরে প্রতিপাদ্য বিষয় “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্ম-বিশ্বাস”। ১৮ অক্টোবর, ২০২১ সোমবার বেলা সাড়ে ১১ টায় সিনিয়র ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) কার্যালয়ের সভাকক্ষে সকল কর্মকর্তা/কর্মচারীর সমন্বয়ে ছোট বন্ধু রাসেল সম্পর্কে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত সভায় এ কার্যালয়ের সিনিয়র ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা সভাপতিত্ব করেন। বক্তব্যের শুরুতে শেখ রাসেলের পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলের মাতা মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর কথা গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়।

সভাপতি বলেন, ১৯৬৪ সনের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহন করেন। শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুরে ধরতে তাঁর জন্মদিনকে ‘ক’ শ্রেণীভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সভাপতি শেখ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন একই সাথে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। ছোট্ট শিশু শেখ রাসেল শিশুদের কাছে বন্ধু রাসেল হিসেবে পরিচিত।

উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিগত ২০০০ সাল থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য রাসেল স্মৃতি বৃত্তি চালু রয়েছে। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। সভাপতি মহোদয় ১৫ আগস্ট, ১৯৭৫ এ ছোট শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বীর মুক্তিযোদ্ধা তারুণ্যের প্রতীক শহীদ শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালসহ নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠাণের সমাপ্তি ঘোষণা করা হয়।