কালিয়াকৈর ৭২ ঘন্টার মধ্যে মেয়র প্রার্থীসহ সকল বিলবোর্ড-ব্যানার অপসারণের নির্দেশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

0
408

আসন্ন গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ বিলবোর্ড ও ব্যানার ৭২ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা কাজী মো: ইস্তাফিজুর হক আকন্দ এসব তথ্য জানান।

উপজেলা নির্বাচন অফিসে মত বিনিময় কালে তিনি বলেন, এর আগে সীমানা জটিলতার কারণে দীর্ঘদিন কালিয়াকৈর পৌরসভার নির্বাচন বন্ধ ছিল। আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে সারাদেশে ১০টি পৌরসভার নির্বাচনের মধ্যে এ পৌরসভাও রয়েছে। কিন্তু সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন বিলবোর্ড ও ব্যানার এ পৌর এলাকার স্ববত্র ছড়িয়ে আছে। যা নির্বাচনের বহির্ভুত। এ কারণে সকল বিলবোর্ড ও ব্যানার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ লক্ষে কালিয়াকৈর পৌরসভায় একটি নোটিশ দেওয়া হবে। মঙ্গলবার থেকে ৭২ ঘন্টার মধ্যে এসব বিলবোর্ড ও ব্যানার অপসারণ না করা হলে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার এ এম শামসুজ্জামানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা।

উল্লেখ, আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ৪১টি এবং ২৭৬টি বুথে এক যোগে ভোট গ্রহণ হবে। এ নির্বাচনের লক্ষ্যে স্ব-স্ব প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাচাই, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আগামী ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।