মালদ্বীপে বৃদ্ধি পাচ্ছে বাঙালি সংস্কৃতি চর্চা

0
18

মালদ্বীপ প্রতিনিধি : মালদ্বীপে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বাঙালি সংস্কৃতি চর্চা। বাংলাদেশের সংস্কৃতিকে হৃদয় ধারণ করে বাঙালি কালচারের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে মালদ্বীপের গৃহবধূ লায়লার। প্রতি বছরের ন্যায় নিজের জন্মদিনে মালদ্বীবিয়ান সংস্কৃতিতে নৃত্যের তালে তালে ভিনদেশীয় নানা আয়োজনে ব্যস্ত থাকে পরিবারটি। কিন্তু এবারের অনুষ্ঠানমালায় একেবারেই ভিন্ন চিত্র। নিকটতোম আত্মীয়-স্বজনদের নিয়ে বাঙালিয়ানা পরিবেশে মন মাতানো গানে গানে তাদের আয়োজন।

প্রবাসী ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন বিগত ১৬ বছর পূর্বে লায়লার সাথে দাম্পত্য জীবন শুরু করেন। স্নিগ্ধ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এবারের অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতিতে বাঙালিয়ানা পরিবেশে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির শতাধিক নেতৃবৃন্দদের নিয়ে এক জাঁকজমকপূর্ণ আয়োজন। এতে করে বাংলাদেশের সংস্কৃতি বিদেশের মাটিতে প্রচারণা ত্বরান্বিত হচ্ছে।

অনুষ্ঠানে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মুক্তার আলী লস্কর, প্রবাসী ডক্টর জেবা উন নাহার, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।