রাজধানী মালে বাংলা খাবারের জন্য সম্রাট হোটেল উদ্বোধন

0
414

রাজধানী মালে বাংলা খাবারের জন্য সম্রাট হোটেল উদ্বোধন । সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাজধানী মালের রিন্দু মাগুতে বিভিন্ন প্রকার রেপিসিতে বাহারি রকম দেশীয় খাবারের সম্রাট হোটেল প্রবাসীদের জন্য নিয়ে এলো বিশেষ আকর্ষণ। দেশীয় মাছ-মাংস সহ বিভিন্ন প্রকারের অর্ডারের জন্য নিচের নাম্বার যোগাযোগ করতে পারেন 7678708।

প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে সম্রাট হোটেল উদ্বোধন করেন মালদ্বীপস্থ বি-বাড়িয়া সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন, মোঃ আমিরুল ইসলাম, এ,আর মামুন, মোঃ ছোটন আরো অনেকেই।

সম্রাট হোটেল উদ্বোধনের শুরুতেই বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশী মোহাম্মদ তহিদুল ইসলাম