মালদ্বীপে হাই কমিশনারের প্রতিনিধি দল তিলা ফুসি আইল্যান্ড পরিদর্শন করেন

0
394

গত ৩রা জুন ২০২৩ ইংরেজি তারিখে মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশনার রিয়ার এডমিডিয়াল এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালদ্বীপের তিলাফুসি শিল্পনগরী আইল্যান্ড পরিদর্শন করেন, পরিদর্শন এর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনারের কাউন্সিলর (শ্রম) জনাব মোঃ সোহেল পারভেজ, কল্যাণ সহকারি জনাব জসিম উদ্দিন ও জনাব আল মামুন পাঠান উক্ত আইল্যান্ডের অবস্থিত state ট্রেড অর্গানাইজেশন (s.t.o) ও গালফ ক্রাফট নামক প্রতিষ্ঠান দ্বয় ভিজিট কালে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধার খোঁজখবর নিয়ে উক্ত আইল্যান্ডের অবস্থান রত সকলে প্রবাসী বাংলাদেশীদের কে নিয়ে মতবিনিময় করেন মতবিনিময় কালে মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশনার মান্যবর রাষ্ট্রদূত মহোদয় বলেন বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণ, অয়েজ আর্নাস কল্যাণ বোর্ড এর সদস্য পদ গ্রহণ, দেশটির আইন মেনে সততা ও দক্ষতার সাথে কাজ করে নিজের স্বাস্থ্য সুরক্ষা দিকে খেয়াল রাখার আহ্বান জানান এবং কোন ধরনের সমস্যা হলে বাংলাদেশ হাই কমিশনারের ফোন নাম্বারে ফোন করে জানানোর আহবান করেন, উক্ত মতবিনিময়ে বাংলাদেশ হাই কমিশনারের কাউন্সিলর(শ্রম) মোঃ সোহেল পারভেজ সকল প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বলেন দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন, দেশটির আইন মেনে চলাফেরা করা, নিজেদের স্বাস্থ্য সুরক্ষার প্রতি খেয়াল রাখা এবং উক্ত আইল্যান্ডে অবস্থানরত স্থানীয় লোকদের সাথে ভাল আচরণ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান অবশেষে মতবিনিময়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা হাই কমিশনার এর প্রতিনিধি দলের সবাই কে ধন্যবাদ জানান ।