প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসাইন কামাল সম্মানে মালদ্বীপ প্রবাসীদের নৈশ্যভোজের আয়োজন

0
394

বাংলাদেশ থেকে আগত দৈনিক সংগ্রাম পত্রিকায় ক্রাইম রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য, ঢাকাস্থ্য চাঁদপুর সাংবাদিক ফোরামের অন্যতম সিনিয়র সাংবাদিক নেতা প্রবীণ সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন ভাইয়ের ব্যক্তিগত সফরকালে মালদ্বীপে প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসাইন কামাল সম্মানে বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী মোঃ আলতাব হোসেনের আয়োজনে মালদ্বীপের রাজধানী মালের ফুড কোটের ঐতিহ্যবাহী সাউথ কিং রেস্টুরেন্টে এক নৈশভোজের আয়োজন করা হয়।

উক্ত নৈশভোজে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিকবিদ ও সমাজ সেবক হাসিল ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এর কর্ণধার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান, প্রবাসী ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ আলমগীর মজুমদার, মোঃ মনিরুল ইসলাম, পেশাজীবী মোহাম্মদ রবিউল আলম, মোহাম্মদ মোঃ খলিলুর রহমান প্রমুখ।

এছাড়াও নৈশভোজের অংশগ্রহণ করেন, দল মত নির্বিশেষে প্রবাসী সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।