কাঠমিস্ত্রির তৈরি হেলিকপ্টার চলছে রাস্তায়

0
504

হেলিকপ্টার সাধারণত আকাশে উড়ার কথা। কিন্তু অবাক করা ঘটনা হলো এই হেলিকপ্টারটি আকাশে ওড়ার বদলে চলছে ভারতের উত্তরপ্রদেশের আজমগড়ের রাস্তায়! আর যাত্রীদের দিচ্ছে আকাশযানে চড়ার অভিজ্ঞতা।

অদ্ভুত এ বাহনের মালিক সালমান নামে এক কাঠমিস্ত্রি। তিনি তার ন্যানো কারকে দিয়েছেন হেলিকপ্টারের আদল।

তিনি বলেন, আমরা একটি হেলিকপ্টার বানিয়েছি, যা চলে রাস্তায়। এটি বানাতে আমার চার মাস সময় লেগেছে এবং খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকার মতো।

এখন এ যানের ব্যাপক চাহিদা। মানুষ এ হেলিকপ্টারের অভিজ্ঞতা নিতে হুমড়ি খেয়ে পড়ছেন। মূলত তারাই বেশি আসছেন, যারা আসল হেলিকপ্টারে চড়ার সুযোগ পাননি। বোঝাই যাচ্ছে, এর মাধ্যমে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন যাত্রীরা।

তবে এখানেই থামতে চান না সালমান। যদি সরকার বা কোনো কোম্পানি তাকে সহযোগিতা করে, তবে তিনি পানিতে চলা ও আকাশে ওড়ার জন্য হেলিকপ্টার তৈরি করতে পারবেন বলে জানান। সূত্র এনডিটিভির