শনিবার বেলা ১১টায় বিএনপির সমাবেশ

0
509
শনিবার বেলা ১১টায় বিএনপির সমাবেশ

বিএনপির গণসমাবেশকে সামনে রেখে গাবতলীর পর্বত চেক পয়েন্টে চলছে পুলিশি তল্লাশি। ঢাকার বাইরে থেকে আসা বাসগুলোতে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) সরেজমিনে গাবতলীতে গিয়ে দেখা যায়, ঢাকার বাইরে থেকে আসা বাসগুলোকে থামিয়ে তার ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহজনক কোনো কিছু পেলে তা পরীক্ষা করে দেখছেন পুলিশ সদস্যরা। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

কুষ্টিয়া থেকে আসা এস বি সুপার ডিলাক্স বাসের সহকারী মোজাফফর হোসেন ঢাকা পোস্টকে বলেন, আসার পথে তিন-চার জায়গায় তল্লাশি হয়েছে। তবে আমাদের বাস থেকে কিছু পাওয়া যায়নি।

সেলফি পরিবহনের ড্রাইভার আবুল কালাম বলেন, যাত্রীর সংখ্যা অনেকটা কমে গেছে। আতঙ্কে অনেকেই ঢাকা আসতে চাচ্ছেন না।

দারুসসালাম থানার এসআই বায়োজিদ মোল্লা বলেন, বাসে মাদক ও অস্ত্রসহ অবৈধ বা আইনের পরিপন্থী কোনো কিছু আছে কি না তা দেখার জন্য তল্লাশি চলছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ তল্লাশি অভিযান চালানো হচ্ছে।-dhakapost.com