বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
577

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ ডিসেম্বর) প্রথম ওয়ানডেতে ১ উইকেটে জয়লাভ করে টাইগাররা।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজের বীরত্বে এক উইকেটে জিতেছে লিটন দাসের দল। বাংলাদেশের এ বিজয়ে ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা (ঊর্মি)  এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ক্রিকেট দল বাকি ম্যাচগুলো জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।