পীর হাবিবুর রহমান স্মরণে মালদ্বীপে দোয়া মাহফিল

0
425
পীর হাবিবুর রহমান স্মরণে মালদ্বীপে দোয়া মাহফিল

মালদ্বীপ প্রতিনিধি: গত ৮ই ফেব্রুয়ারী (মঙ্গলবার)  মালদ্বীপের রাজধানী মালের সল্ট রেস্টুরেন্টের হলরোমে মালদ্বীপ প্রবাসী সাংবাদিক সমিতির আয়োজনের প্রয়াত সাংবাদিক পীর হাবিবুর রহমানের স্মরণে মালদ্বীপে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রবিত্র কোরআন তেলোয়াত শেষে অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফেরাতের জন্য ১নিরিবতা পালন করা হয়।

দৈনিক নয়া দিগন্ত প্রত্রিকার মালদ্বীপ প্রতিনিধি মো: ওমর ফারুক অনিকের এর সঞ্চালনায় প্রবাসী ব্যবসায়ী মো: হাদিউল ইসলাম সভাপতিত্বে শোকসভায়   অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারী বিমান সংস্থা US-Bangla Airlines এর জেনারেল ম্যানেজার (পি.আর) কামরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সফেট মালদ্বীপ প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর  হান্নান খান কবির, বাংলাদেশ থেকে আগত টি-স্পোর্টসের ক্রিড়া সাংবাদিক মাহফুজ আলম, ৭১ টিভির  সিনিয়র সাংবাদিক এহতেসাম সবুজ, প্রবাসী ব্যাবসায়ী মো: বাবুল হোসেন, দৈনিক মানবজমিন এর মালদ্বীপ প্রতিনিধি  ও ঢাকা পোস্ট ডটকম এর মালদ্বীপ প্রতিনিধি  মো: এমরান হোসেন তালুকদার, জাগোনিউজ ডটকম এর মালদ্বীপ প্রতিনিধি মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম, দৈনিক স্বপনের বাংলাদেশ ও পূর্ব পশ্চিম বিডি নিউজের এর মালদ্বীপ প্রতিনিধি মো: আব্দুল্লাহ কাদের।
শোকসভায় বক্তারা বলেন, বরেণ্য সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে আমরা মর্মহত। সাংবাদিকতা পেশায় নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিকে অকালে আমরা হারিয়েছি। খ্যাতিমান সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট পীর হাবিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের আরো উপস্থিত উপস্থিত ছিলেন, গুড ফুড প্রা: লি: এর মেনেজার মো.সবুর তালুকদার, প্রবাসী ব্যবসায়ী মো: মনিরুল ইসলাম, পেশাজীবি মো: আরিফ হোসেন, মো: নাহিদুল ইসলাম, মো: আনোয়ার হোসেন প্রমূখ্য। শোকসভায় মোনাজাত পরিচালনা করেন প্রবাসী মাওলানা মো.দিদারুল আলম ভুঁইয়া।