স্পেনের জেল থেকে ১০ বাংলাদেশির মুক্তি

0
618
স্পেনের জেল থেকে ১০ বাংলাদেশির মুক্তি

স্পেনে মানবাধিকার সংগঠন ভালিয়ান্তে বাংলার সহযোগিতায় জেল থেকে ১০ জন বাংলাদেশি মুক্তি পেয়েছেন।

জানা যায়, গত ১ ডিসেম্বর রাতে মরক্কো থেকে একটা জাহাজে ১০ জন বাংলাদেশি স্পেনের উদ্দেশে জাহাজে রওনা দেন। স্পেনের গ্রানাডার মরটিল সাগরের মাঝখানে এসে পড়লে স্পেনের উদ্ধারকারী জাহাজ সালভা মেন্ত তাদের সাগর থেকে জীবিত উদ্ধার করে গ্রানাডার ক্যাম্পে নিয়ে যায়।

গ্রানাডার ক্যাম্পে তিন দিন রাখার পর স্পেনের ভেলেন্সিয়ার জেলে স্থানান্তর করা হয়।

ভেলেন্সিয়ার জেল থেকে বাংলাদেশে পাঠানোর জন্য স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অ্যাম্বাসিতে আনা হয়। অ্যাম্বাসির দায়িত্বশীল প্রবাসীদের দেশের ঠিকানা রাখে। তারপর ভেলেন্সিয়ার জেলে পুনরায় নেয়া  হয়।

 

পঞ্চাশ দিন জেলে থাকার পর মাদ্রিদের কোর্টে মামলা করে মাদ্রিদের স্থানীয় মানবাধিকার সংগঠন ভালিয়ান্তে বাংলা।  অবশেষে মানবাধিকার সংগঠনগুলোর মাদ্রিদ অ্যাম্বাসির দায়িত্বশীল সবার সর্বোচ্চ সহযোগিতায় প্রবাসীদের মুক্তি দিতে বাধ্য হয়। publisher by-news24bd.tv/আলী