ফেনী জেলায় DXN শাখা শুভ উদ্বোধন

0
1205

ফেনী জেলা প্রতিনিধি: সন্মানিত সকল লিডারদের সার্বিক সহযোগিতা, ভালো ভাসা,ও দোয়ার উচিলায়, সু-দির্ঘ্য প্রতিক্ষার পর, DXN শাখা শুভ উদ্বোধন হয়েছে। সার্ভিস সেন্টার বাজার , ফেনী। সকলের অবগতির জানানো যাচ্ছে যে, ডিসেম্বর-21 থেকে শুভ উদ্বোধন হয়েছে, আমাদের স্টক পয়েন্ট শাখা অফিস, আমাদের এই অফিস থেকে DXN এর সর্ব প্রকার নিয়ম নিতি ও রুল্স মোতাবেক, সকল লিডার গনদের কে,আস্তা ও  বিশ্বাসততার সহিত ,পন্য বিক্রয় ও পয়েন্ট বিতরন 100% গ্যারান্টি দিয়ে উক্ত লিডার গন ও কাস্টমারদের পাপ্য বুঝিয়ে দেওয়া হবে ।

সারা বিশ্বের অনেক গুলি দেশের মাঝে ডি.এক্সএন অনলাইন মাকেটিং বিজনেন্স এর শাখা আছে যাতে প্রবাসী বাংলাদেশীরা দেশে আসলে তাদের একটা কর্মসংস্থান এর জাযগা করে নিতে পারে।