ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা

0
589
ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোর্বসের ১০০ জন ক্ষমতাধর নারীর বার্ষিক তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন।

ফোর্বসের ১৮তম ক্ষমতাধর নারীদের বার্ষিক তালিকায় ৪০ জন সিইও, ১৯ জন বিশ্বনেতা, এবং এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো একজন ইমিউনোলজিস্ট এক নম্বর হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। টানা কয়েক বছর ধরেই বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা।

এর আগে ২০২০ সালে ফোর্বসের তালিকায় শেখ হাসিনা ৩৯তম অবস্থানে ছিলেন। তার আগে ২০১৯ সালে ২৯, ২০১৮ সালে ২৬, ২০১৭ সালে ৩০, ২০১৬ সালে ৩৬ এবং ২০১৫ সালে ৫৯তম স্থানে ছিলেন তিনি।

বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর ১৮তম বার্ষিক তালিকায় থাকা ব্যক্তিরা এসেছেন ৩০টি দেশ ও  অঞ্চল থেকে এবং তারা অর্থ, প্রযুক্তি, রাজনীতি, জনহিতৈষণা, বিনোদন ও আরও নানা ক্ষেত্রে কর্মরত রয়েছেন।

মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় এক নম্বরে রয়েছেন মানবহিতৈষী ম্যাককেঞ্জি স্কট, দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তাঁর চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি চতুর্থ মেয়াদে জয়ী হন, যা তাঁর টানা তৃতীয় মেয়াদ এবং তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়ী হয়।  সূত্র: আজকের পত্রিকা।