হযরত মাওলানা মোহাম্মদ আলি হুজুরের সুস্থতা দোয়া প্রার্থী

0
838
চাঁদপর (কচুয়া)প্রতিনিধি: আশরাফপুর গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ। হযরত মাওলানা মোহাম্মদ আলি (দাঃবাঃ) হুজুর খুবই অসুস্থ। ওনার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বর্তমানেরহযরত মাওলানা মোহাম্মদ আলি হুজুরের হাজারো আলেমের উস্তাদ । তিনি র্দীঘদিন যাবত সুনামের সাথে চাঁদপুর জেলার, কচুয়া উপজেলার, আশরাফপুর ইউনিয়েনের, আশরাফপুর গনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ হিসেবে কমর্রত ছিলেন। ওনাকে সবাই রাড়ীর হুজুর নামে জানেন।  কর্মক্ষেত্রে সকল জনমানুষের মুখে মুখে এই বানী আল্লাহ তা’য়ালার কাছে ফরিয়াদ করি হুজুরকে আল্লাহ তা’য়ালা দ্রুত সুস্থতা দান করুক।