পরিবহন শ্রমিকদের হামলার শিকার মানবজমিনের সাংবাদিক

0
437

সংবাদ সংগ্রহ করতে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন মানবজমিনের রিপোর্টার আলতাফ হোসাইন। আজ রাত সাড়ে আটটার দিকে মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফার্মগেট থেকে ট্রাস্ট পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্টো-ব-১১-৯৮৮৩) ওঠার পর কচুক্ষেতের মিনি সুপার মার্কেট এলাকায় হামলার শিকার হন তিনি।
ট্রাস্ট পরিবহনের ওই বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিলো চালকের সহযোগী। এ বিষয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। দৃশ্যটি ভিডিও ধারণ করতে গেলে আলতাফের ওপর হামলা চালায় ওই বাসের তিন শ্রমিক। একপর্যায়ে জোর করে বাসে আটকে রেখে তাকে মিরপুর-১০ নম্বরে নিয়ে নামিয়ে দেয় পরিবহন শ্রমিকরা।
এ ঘটনায় কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সূত্র: মানবজমিন