মালদ্বীপ ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২১ : পেলেন ১৩ বাংলাদেশী

0
958

ওমর ফারুক অনিক, মালদ্বীপ প্রতিনিধি:গত ২৩ অক্টোবর, মালদ্বীপের ন্যাশনাল আর্ট গ্যালারিতে মালদ্বীপ ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ১৩ বাংলাদেশীকে পদক তুলে দেন মালদ্বীপের মিস্টার অফ এসটেজ কালচার অফ হ্যারিটেইজ, মোঃ তারিক । অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, এস্টেট মিনিস্টার মো: আকরাম, ডিরেক্টর অপ ইন্ডিয়ান আর্ট কালচারার (বাই আই সি সি আর) হাইকমিশনার, ডঃ সায়দা তারভির নাসরিন। উক্ত প্রদর্শনীতে ৯০ টা পেন্টিং ছিলো, যাহা ৩০ টা দেশের শিল্পীরা অংশ্গ্রহন করেন।

পিস অ্যাওয়ার্ড বিতরনী অনুষ্ঠানে বাংলাদেশী বিভিন্ন ইভেন্টে পদক গ্রহন করেন, শাওন চৌধুরি, বিশিষ্ট সংগীত শিল্পী, সঙ্গীতা বিশেষ অবদানের জন্য , আরিফুল ইসলাম জিয়া, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ,ডক্টর হামিদা খানম অফিসার জিওলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, রাজিয়া সুলতানা ইতি কাউন্সিলর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সমাজসেবায় বিশেষ অবদানের জন্য, নার্গিস জামায়েত নিয়ে কাজ করেন প্রতিবন্ধী ও সমাজ সেবায় অনন্য অবদানের জন্য ,আলহাজ্ব অলিউর রহমান বীর মুক্তিযুদ্ধা মুক্তিযুদ্ধে অবদানের জন্য,মোঃ হাফিজুর রহমান এক্স ডিআইজি বাংলাদেশ পুলিশ, প্রফেসর ডঃ রতন চন্দ্র সাহা, বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজ ,চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য, আব্দুল্লাহেল বাবলু টেক্সটাইল শিল্পে বিশেষ অবদানের জন্য ,মোহাম্মদ সাদিউ জামান ম্যানেজিং ডিরেক্টর নতুনধারা গ্রুপ, হাউসিং সেক্টর, মোঃ স্বপন মিয়া (শাহরিয়ার স্বপন)সাধারণ সম্পাদক, ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস। বেস্ট অর্গানাইজার হিসেবে বিশেষ অবদানের জন্য, মোঃ শামসুল আলম, ব্যবসা ও সমাজসেবায় , মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উল্লোখ্য, মালদ্বীপস ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২১এর বিভিন্ন ইভেন্টে পদক গ্রহন করার জন্য বাংলাদেশ থেকে প্রতিনিধি দলটি গত ২২ অক্টোবর, মালদ্বীপে আসেন, এই প্রতিনিধি দলের ইন্টারন্যাশনাল ওরগানাইজার হিসেবে কাজ করেন, রাজশাহী আর্ট কলেজের প্রভাষক, নারগিস পারভীন (সোমা)। আগামী ২৬ই অক্টোবর ব্যাবসায়ী প্রতিনিধি দলটি মালদ্বীপ ত্যাগ করবেন বলে জানা যায়।