সড়কে শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

0
723

নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে না পারলে সরকারের উন্নয়ন কার্যক্রমে সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২২শে অক্টোবর) সকালে তেজগাঁওয়ে সড়ক ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সড়কে শৃঙ্খলা ফেরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এসময় চালকদের লাইসেন্স ঠিকমতো তাদের হাতে পৌঁছে দিতে বিআরটিএ’র প্রতি আহবান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্রয়োজনে ছুটির দিনগুলোতেও অফিস খোলা রেখে চালকদের লাইসেন্স দেয়ার নির্দেশনা দেন তিনি।