সরকার বিরোধী ফেসবুকে পোস্ট, যুবক আটক

মোঃ আব্দুল আজিজ, হিলি

0
604

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকার বিরোধী পোস্ট ফেসবুকে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে রুবেল মিয়া (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে গত বৃস্পতিবার (১৪ অক্টোবর) ঘোড়াঘাট থানায় মামলা করেন।

বুধবার (২০ অক্টোবর) মধ্যরাতে ওই যুবককে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত রুবেল মিয়া উপজেলার কানাগাড়ী এলাকার মৃত গোফফার প্রধানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজিব।

তিনি জানান, রুবেল তার ফেসবুক আইডি থেকে উস্কানিমূলক বক্তব্য, সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের সভাপতি থানায় মামলা করলে পুলিশের একটি টিম তার নিজ বাড়ি থেকে আটক করে। তার কাছ থেকে ফেসবুকে পোস্ট দেওয়ার ডিভাইস উদ্ধার করা হয়। পরে আজ (২১ অক্টোবর) ডিজিটাল আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।