নগরকান্দায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

0
672

সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন সম্প্রীতি-শান্তি রক্ষার দাবীতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে।

বুধবার (২০অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীল কার্যালয় থেকে শান্তি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিলায়েত হোসেন মিয়া, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকার, সাবেক উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, শহীদ নগর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা প্রকাশনা সম্পাদক আক্কাস আলী আক্কাস, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, যুবলীগ নেতা দেলোয়ার ফকির, আজাদ হোসেন, শামিম হোসেন, নিজাম নকিব প্রমুখ।