নগরকান্দায় মৎসজীবী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

মিজানুর রহমান, ফরিদপুর

0
495

ফরিদপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের আহবায়ক কাজী আব্দুস সোবহানের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নগরকান্দায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকালে উপজেলা সদরের গালর্স স্কুল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা জনগণের ব্যানারে মানববন্ধনে অংশ নেয় কাজী আব্দুস সোবহান সমর্থকেরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, শেখ জাহিদ হোসেন ও আকবর আলী মিয়া। কাগজ প্রতিদিন নামে একটি অনলাইন পোর্টালে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মানববন্ধনে বক্তারা।