সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে ‘শেখ রাসেল দিবস’

নিউজ ডেস্ক

0
426

দেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে ‘শেখ রাসেল দিবস’। আগামীকাল সোমবার এ দিবসটি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালনে নানা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান পূজার বন্ধ থাকায় শিশুদের নিয়ে এ দিবসটি যথাযথভাবে পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রবিবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর, শেখ রাসেল দিবস। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শেখ রাসেল দেয়ালিকা’ করার জন্য একটি স্থায়ী স্থান নির্ধারণ করতে হবে। বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবকে কেন্দ্র করে ওই স্থানে কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি উপস্থাপন করা হবে। প্রথম দেয়ালিকা প্রকাশিত হবে অক্টোবরের মধ্যে এবং তার প্রতিপাদ্য হবে ‘শেখ রাসেল দিবস’।

তবে ১১-২০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি থাকবে। ইতিমধ্যে ছুটি ঘোষণাও করা হয়েছে। প্রথম মাউশি থেকে এ দিবস পালনে স্কুল-কলেজে নির্দেশনা দেওয়া হলেও কি কর্মসূচি পালন করা হবে তা জানানো হয়নি। পরে গত সপ্তাহের শেষের দিকে এ বিষয়ে দিকনির্দেশনা দিয়ে আরেকটি নির্দেশনা জারি করা হয়।

তবে পূজার ছুটিতে দিবসের কর্মসূচি পালনে অনিশ্চয়তার কথা জানান শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা। বন্ধের মধ্যে স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা নিয়ে তারা শঙ্কার কথা জানিয়েছিলেন। এরপরই দিবসটি পালনে নতুন নির্দেশনা দেওয়া হলো।

দ্বিতীয় ধাপের নির্দেশনায় বলা হয়, ২০ অক্টোবরের পর যেদিন শিক্ষার্থীরা তাদের নির্ধারিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবে, সেদিনই তারা তাদের ছবি ও লেখাগুলো দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে জমা দেবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধানেই লেখা ও ছবি নিয়ে দেয়ালিকা প্রস্তুত করতে হবে।

শেখ রাসেল দিবস ঘোষণা করে ‘ক’ শ্রেণিভু্ক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার ঘোষিত প্রথমবারের মত শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেওয়া জাতীয় কর্মসূচির সঙ্গে দেয়ালিকা প্রকাশ ও স্থান নির্ধারণের কর্মসূচি উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে মাউশির এক নির্দেশনায় বলা হয়, সরকার প্রতিবছর ১৮ অক্টোবর এ দিবস পালন করবে। শেখ রাসেল দিবস পালন/উদযাপনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ সেপ্টেম্বরের এক পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত প্রতিপালনের জন্য সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।