প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পদ্মায় যুবক নিখোঁজ

0
454

পাবনার ঈশ্বরদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পদ্মা নদীতে পড়ে শুভ রায় (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে এখনও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার সাঁড়া ইউনিয়নের পাঁচ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শুভ উপজেলা সদরের কর্মকার পাড়া এলাকার বাবলু রায়ের ছেলে।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাঁড়া ইউনিয়নের পদ্মানদী এলাকায় হিন্দু সম্প্রদায় লোকজন পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকেলে প্রতিমা বিসর্জন দিতে যায়। এসময় নৌকার উপর নাচতে নাচতে চারজন যুবক পানিতে পড়ে যায়। পরে মাঝিরা তিনজনকে উদ্ধার করতে পারলেও শুভকে খুঁজে পাওয়া যায়নি।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলনে, ‘ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দীর্ঘ তিন ঘণ্টা ধরে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি।