নগরকান্দায় আ’লীগের দলীয় মনোনয়ন দাখিল

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

0
401

দ্বিতীয় ধাপে ফরিদপুরের নগরকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলায় ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা তাদের মনোনয়ন পত্র দাখিল করছেন।

এছাড়াও ১৬ অক্টোবর সকালে উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাব চৌধুরী, সংসদ উপনেতার এপিএস ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমূখ।